Wednesday, August 27, 2025

ডাকসু নির্বাচন: ছাত্রশিবিরের প্রার্থিতা বাতিলের দাবি ‘অপরাজেয়-৭১’ প্যানেলের

আরও পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছে তিন বাম সংগঠনের প্যানেল ‘অপরাজেয়-৭১ ও অদম্য-২৪’।

এ প্যানেলের জিএস পদপ্রার্থী এনামুল হাসান অনয় বলেন, “একাত্তরের ও চব্বিশের পরাজিত শক্তি ছাত্রশিবির ও ছাত্রলীগের প্রার্থিতা বাতিল করা হোক। তাদের নির্বাচন করতে দেওয়া মানে এ দেশের মা-মাটি ও মানুষের সঙ্গে একটা সাংঘর্ষিক অবস্থান তৈরি করা।”

মঙ্গলবার মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অনয় ও তাদের প্যানেলের প্রার্থীরা।

আরও পড়ুনঃ  শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত : দুদু

অনয় বলেন, “আজকে প্রশাসন মিটিং বলে আমাদের ডাকল। কিন্তু তারা একচেটিয়া কথা বলে চলে গেছে। আমাদের দাবি দাওয়া শুনল না। তাই আজকের এ সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের কাছে চার দফা দাবি জানাই।”

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের একাংশ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশ ও বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল (বাংলাদেশ জাসদের ছাত্র সংগঠন) সমর্থিত ‘অপরাজেয়-৭১ ও অদম্য-২৪’ প্যানেলের সহ-সভাপতি মো. নাইম হাসান হৃদয়ও চার দাবি তুলে ধরেন সংবাদ সম্মেলনে।

সেগুলো হল-

আরও পড়ুনঃ  সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

>> ডাকসু নির্বাচনের প্রচারের ক্ষেত্রে অসামঞ্জস্যতা দূর করে সব প্রার্থীর জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা। বিশেষ করে নারী প্রার্থীদের প্রচারের বিষয়ে বারবার হল প্রশাসনের কাছ থেকে অনুমতির যে বিষয়টি রয়েছে, সেটি লঘু করা।

>> ডাকসুর গঠনতন্ত্রের লক্ষ্য ও উদ্দেশ্য-২ এর খ এর সঙ্গে সাংঘর্ষিক ‘যুদ্ধাপরাধী’ ছাত্র সংগঠনের প্যানেল ও পতিত স্বৈরাচারের দোসরদের প্রার্থিতা বাতিল করতে হবে।

>> নির্বাচন চলাকালে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সেনাবাহিনী মোতায়ন না করা। এর পরিবর্তে প্রয়োজনে নির্বাচন কমিশনের সহায়তায় দক্ষ লোক নিয়োগ করা।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি, পরে অনুমোদন

>> শিক্ষার্থীদের নিরাপত্তায় নির্বাচনের আগেই ক্যাম্পাসে বিদ্যমান নষ্ট সিসিটিভি ক্যামেরা পুনরায় সচল করা। প্রয়োজনের নতুন ক্যামেরা বসানো।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ