Wednesday, August 27, 2025

নিউইয়র্ক কনস্যুলেটে হামলা

মার্কিন পররাষ্ট্র দপ্তরে আ.লীগের ২০ জনকে চিহ্নিত করে অভিযোগ

আরও পড়ুন

মার্কিন পররাষ্ট্র দপ্তরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ২০ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেট। নিউইয়র্ক সিটির মেয়র অফিসের ইন্টারন্যাশনাল কমিশনের কাছেও কনস্যুলেট অফিসে সোমবারের হামলার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের হামলায় ‘ডিপ্লোমেটিক ইমিউনিটি’ সংক্রান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে। হাইকমিশন, দূতাবাস ও কনস্যুলেট নিয়ে ভিয়েনা কনভেনশনের আন্তর্জাতিক আইনে নিরাপত্তা বিধানের দায়িত্ব সংশ্লিষ্ট দেশগুলোর। বাংলাদেশ এ আইনের আলোকে কনস্যুলেটে হামলার তদন্ত ও বিচার দাবি করছে। মেয়র অফিস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগপ্রাপ্তির পরপরই বাংলাদেশ কনস্যুলেট অফিসে যোগাযোগ করেছে। একটি দায়িত্বশীল সূত্র যুক্তরাষ্ট্রে যুগান্তর প্রতিনিধিকে বলেছেন, ভিডিও ক্লিপসহ প্রায় ২০ জনের নাম উল্লেখ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দাখিল করা হয়েছে।

এদিকে নিউইয়র্ক কনস্যুলেট অফিস থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে ২৪ আগস্ট রোববার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম প্রধান অতিথি ছিলেন। এতে বাংলাদেশি শিক্ষার্থীসহ বাংলাদেশ কমিউনিটির দেড় শতাধিক অতিথি অনুষ্ঠানে অংশ নেন। সার্বিক প্রস্ততি ও নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের অনুরোধের পরিপ্রেক্ষিতে অনুষ্ঠানের আগেই নিউইয়র্ক সিটি পুলিশ কনস্যুলেটের আশপাশে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করে।

আরও পড়ুনঃ  অনুমতি ছাড়া দাড়ি রাখায় ৩ পুলিশ সদস্যকে শাস্তি, পরে অনুমোদন

এতে বলা হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আয়োজিত মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং অনুষ্ঠানের প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকাল ৫টা থেকেই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ কনস্যুলেটের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং গালাগাল করতে থাকেন।

একপর্যায়ে তারা অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। নানাবিধ অপকৌশল অবলম্বনের অংশ হিসাবে তারা অতিথিদের উদ্দেশে ডিম নিক্ষেপ এবং অত্যন্ত ন্যক্কারজনকভাবে কনস্যুলেটের প্রবেশপথের কাচের দরজা ভেঙে ফেলেন। পুলিশ দুষ্কৃতকারীদের এই ধ্বংসাত্মক কাজে বাধা দেয় এবং কয়েকজনকে আটক করে।

আরও পড়ুনঃ  সাবেক এমপি সাইফুলসহ ১৬ আসামির বিচার শুরুর নির্দেশ

তবে কনস্যুলেটে প্রাণবন্ত মতবিনিময়, অতিথিদের সঙ্গে কুশল বিনিময় এবং রাতের খাবার শেষে প্রধান অতিথি কোনো ধরনের অনাকাক্সিক্ষত ঘটনা ছাড়াই তার গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি প্রস্থান করার পর পুলিশ অনুষ্ঠানস্থল ত্যাগ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে এ ঘটনার ব্যাপারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান যুগান্তরকে বলেন, আমরা কোনো হামলা করিনি। ভাঙচুর করিনি। বরং কনস্যুলেটের ভেতর থেকে লোকজন এসে আমাদের ওপর হামলা করেছে। আমরা গণতান্ত্রিক পন্থায় ৫ আগস্টের মিটিকুলাস ডিজাইনার মাহফুজ আলমের বিরুদ্ধে বিক্ষোভ প্রকাশ করতে গিয়েছিলাম। এখন কনস্যুলেট আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

মাহফুজের ওপর হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে লক্ষ করছে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করেছে গণহত্যাকারী ও ফ্যাসিবাদী সংগঠন আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা। একই সঙ্গে কনস্যুলেট অফিসে ভাঙচুর চালিয়েছে তারা। একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ওপর সরাসরি সহিংস আক্রমণ করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে হামলা চালিয়ে আওয়ামী লীগ আবারও তাদের ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও মাফিয়া চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। তারা শুধু জুলাই গণহত্যাকে অস্বীকার করেই ক্ষান্ত হয়নি, বরং তাদের সন্ত্রাসী কার্যক্রমকে আন্তর্জাতিক পরিসরেও জারি রেখেছে।

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপি এই ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং কনস্যুলেট অফিসে হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে যথাযথ সব আইনি ব্যবস্থা নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার ও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ