Wednesday, August 27, 2025

শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত : দুদু

আরও পড়ুন

শ্বশুরের জায়গায় অন্য লোককে প্রতিষ্ঠা করলে মানুষ শ্রদ্ধার চোখে দেখত। আমার শ্বশুরকে যদি উপযুক্ত মনে করি, তাকে আমি প্রদায়ন করতে দ্বিধা করব না। কিন্তু শুধু আমার শ্বশুর হওয়ার কারণেই তাকে এমন একটা জায়গায় আমি নিয়ে যাচ্ছি, যে জায়গাটা খুব বিতর্কিত হতে পারে। আমার এই আত্মীয়কে বাদ দিয়ে যদি অন্য লোককে সেই জায়গায় প্রতিষ্ঠা করতে পারতাম, তাহলে নেতা হিসেবে সত্যিকারে তার ভূমিকা মানুষ শ্রদ্ধার চোখে দেখত।

আরও পড়ুনঃ  ডাকসু নির্বাচন: ছাত্রশিবিরের প্রার্থিতা বাতিলের দাবি ‘অপরাজেয়-৭১’ প্যানেলের

সম্প্রতি এক টেলিভিশনের টক শোতে এসে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের সম্ভাবনা সেটা গণতান্ত্রিক রূপান্তরের যে জায়গাটা আমরা পেয়েছি, সেই গণতন্ত্রের রূপান্তরে আমরা যাব নাকি সেটা ধ্বংস করব— অর্থাৎ মব সংস্কৃতি কোনোভাবেই আইনগত কোনো ঘটনা না। শুরু থেকে আমার দল বিএনপি এই মবতন্ত্রের বিরুদ্ধে কথা বলছে এবং ভূমিকাও রেখেছে।

তিনি আরো বলেন, যারা এখন প্রশাসনে আছেন, শীর্ষ ব্যক্তি হিসেবে ড. ইউনূস— তিনি রাজনীতির লোক না।

আরও পড়ুনঃ  রুমিন একাই যা করেছেন বিএনপির একশ নেতাও সেটা পারেননি

তিনি শুধু ব্যবসাদার না, বিশ্বব্যাপী ব্যবসা করে বেড়ান। এই সরকার দ্রুত যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটি হচ্ছে নির্বাচনে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তারাই তাদের নেতা নির্বাচন, তারাই তাদের সরকার নির্বাচন করতে পারবে। আইনের শাসন প্রতিষ্ঠার একটা সম্ভাবনা তৈরি হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ